NU ট্রান্সক্রিপ্ট মূল সনদ MOI, ECA, সার্টিফিকেট হারানো সংশোধন ও ভেরিফাই | National University
আপনি কি বিদেশে উন্নত পড়াশুনা বা কোনো চাকরীর জন্য আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র ইত্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্যায়িত করাতে চাচ্ছেন? আপনি চাইলে ঘরে বসে কাজটি করতে পারেন। অথবা আপনি প্রসেসিং বুজতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করুন।
সাধারণত ১ দিনেই হয়ে যায়। তবে সেক্ষেত্রে আপনাকে ঐ দিনের দুপুর ১২:০০ টার মধ্যে আবেদন জমা দিতে হবে।
না। পেমেন্ট সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। পে-স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service থেকে দেয়া হবে। হেল্প নিতে যোগাযোগ করুন:
সেক্ষেত্রে আপনাকে লেমিনেটিং খুলতে হবে (লেমিনেটিং খুলতে আমাদের সাথে যোগাযোগ করুন)। সঠিক গাইডলাইন পেতে কল করুন:
মূল কপির জন্য: 1×300=300/-, ফটোকপির জন্য 2×300=600/-, মোট 900/- টাকা।
হ্যাঁ অবশ্যই,আমরা তো আপনাদের সেবাই নিয়োজিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অনলাইন সার্ভিস ও আবেদন আমরাই নিখুঁত ও দ্রুততার সাথে দিয়ে থাকি। দয়া করে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে যাবতীয় অনলাইন এবং অফলাইন সেবা সম্পর্কে জানতে যোগাযোগ করুন।
+8801736092263
আপনার যেকোনো সমস্যা জানতে হোয়াটঅ্যাপস করুন।
+8801736092263
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সার্ভিস সম্পর্কে জানতে কল করুন।
Review This Group
অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন।
Review This page
fb.com/
nustudentsebabd
আমাদের সম্পর্কে এবং কাস্টমারদের সন্তুষ্টি জানতে ফেসবুকে চোখ রাখুন।