NU ট্রান্সক্রিপ্ট মূল সনদ MOI, ECA, সার্টিফিকেট হারানো সংশোধন ও ভেরিফাই | National University

NU (জাতীয় বিশ্ববিদ্যালয়) MOI হলো Medium of Instruction Certificate

এটি মূলত একটি সনদপত্র যেখানে উল্লেখ থাকে আপনার পড়াশোনার মাধ্যম (Medium of Instruction) কোন ভাষায় ছিল — যেমন English বা Bangla

NU থেকে MOI সংগ্রহের নিয়ম:

  1. আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ কলেজ থেকে Forwarding Letter নিতে হয়।

  2. এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে আবেদন জমা দিতে হয়।

  3. নির্দিষ্ট ফি (৬১০/-) জমা দিতে হয় (সাধারণত ট্রেজারি চালানের মাধ্যমে)।

  4. সবকিছু যাচাই শেষে NU কর্তৃপক্ষ MOI ইস্যু করে থাকে।

সাধারণত বিদেশে উচ্চশিক্ষা (Masters/PhD) বা চাকরির আবেদন করার সময় বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানগুলো

আপনার পড়াশোনার মাধ্যম ইংরেজি ছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এই সার্টিফিকেট চায়।

MOI তুলতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে?

১. কলেজ অধ্যক্ষের সুপারিশ সহ সীল ও তারিখ।

২. রেজিস্ট্রেশন কার্ড

৩. শেষ বর্ষের এডমিট কার্ড।

৪. মার্ক সার্টিফিকেট/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

৫. সাময়িক/মূল সনদ।

MOI National University

© 2025 All Rights Reserved.